ডায়বেটিস কী
শরীর খাবার থেকে প্রাপ্ত পুষ্টিকে বিভিন্ন রুপে বা উপাদানে ভাগ করে চলনশক্তি হিসাবে কাজে লাগায়। এরকম একটি উপাদান হলো গ্লুকোজ। সাধারণ ভাষায় সুগার বলা হয়। রক্তের মাধ্যমে সুগার শরীরের সব অঙ্গে পৌঁছায়।
অবস্থাভেদে রক্তে সুগারের পরিমাণ স্থায়ী ভাবে বেড়ে যাওয়ার ঘটনাকে ডায়বেটিস বলে।
বিভিন্ন কারণে সুগার বাড়ে যা কারণসমূহতে বলা হবে।
প্রকারভেদ
কারণভেদে ডায়বেটিসের রকমফের হয়ে থাকে। আপনার কী ধরণের ডায়বেটিস সে অনুসারে আপনার ওষুধ ও পরামর্শ দেয়া হয়ে থাক। আপনার ডাক্তার আপনাকে সাধারণত তিন ধরনের ডায়বেটিসের যে কোন একটি বলে থাকবেন –
- টাইপ ১,
- টাইপ ২, ও
- গর্ভবতীকালীন ডায়বেটিস।
এই পেজের সকল তথ্য একবার পড়া হয়ে গেলে লিংকে ক্লিক করে আপনি আপনার নিজের/আত্মীয়ের নির্দিষ্ট ধর্মটি নিয়ে আরো বিস্তারিত জানতে পারেন।
ডায়বেটিস হলে শরীরে আসলে কী ঘটে?
আমরা বলেছি শরীর চলনশক্তির একটি উপাদান হিসেবে খাবার হতে সুগার নামের একটি জিনিস তৈরী করে। সুগার সব অঙ্গে রক্তে প্রবাহিত হয়ে পৌঁছে।
কোন অঙ্গ নিজে নিজে সুগার ব্যবহার করতে পারে না। সুগার ব্যবহার করতে হলে রক্তে আরেকটি উপাদান থাকা লাগে। এর নাম ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে আসে?
আঞ্চলিক ভাষায় যেটাকে থিলি বা থিল্লি বলে এটাকে শুদ্ধ ভাষায় অগ্ন্যাশয় বলে। প্যানক্রিয়াস (Pancreas) বলে। এই প্যানক্রিয়াস খাবার হজম করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। খাবার হজম করার জন্য এটি অনেক ধরনের রস তৈরী করে। প্যানক্রিয়াস থেকে নিঃসৃত রসের মধ্যেই ইনসুলিন থাকে।